ক্রঃনং |
প্রদেয় সেবার নাম |
সেবা গ্রহণকারীর নাম |
সেবা গ্রহীতার করনীয় |
সেবা প্রদানকারীর করণীয় |
কার্য সম্পাদনের সময়সীমা |
মন্তব্য |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১. |
শিক্ষা উপকরণ শিক্ষার্থীর নিকট পৌছানো। |
উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী। |
উপকরণ সঠিকভাবে ব্যবহার করা। |
যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে সংগ্রহ করে শিক্ষার্থীদের নিকট পৌছানো নিশ্চিত করা। |
কর্মসূচী শুরুর ৩ কার্যদিবসের মধ্যে। |
|
২. |
মৌলিক প্রশিক্ষণ, ফলোআপ ট্রেনিং, রিফ্রেসার্স ট্রেনিং ওয়ার্কসপ। |
উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক/সুপারভাইজার |
যথাসময়ে প্রশিক্ষণে অংশগ্রহণ। |
প্রশিক্ষনের আয়োজন করা এবং যথাযথভাবে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা। |
যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারণকৃত প্রশিক্ষণসূচী অনুযায়ী। |
|
৩. |
সামাজিক উদ্বুদ্ধকরণ। |
শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, সরকারী কর্মকর্ত/কর্মচারী, সংশ্লিষ্ট সকল। |
সামাজিক উদ্বুদ্ধকরণ সভায় অংশগ্রহন। |
উপজেলা ও জেলা পর্যায়ে সামাজিক উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা । |
যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারণকৃত কর্মসুচী মোতাবেক। |
|
৪. |
উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচী বাস্তবায়ন সংক্রান্ত খরচের হিসাব বিবরণী(SOE)। |
কর্মসূচী বাস্তবায়নকারী সংস্থা। |
ব্যুরোর জেলা কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে SOE দাখিল করা |
প্রাপ্ত হিসাব বিবরণী যাচাই-বাছাই করে প্রতিস্বাক্ষর পূর্বক ব্যুরোর প্রধান কার্যালয়ে প্রেরণ। |
হিসাব বিবরণী প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে। |
|
৫. |
উচ্চতর ডিগ্রী অর্জনের অনুমতি। |
জেলা কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী |
নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবেঃ(১)নিয়ন্ত্রনকারী কর্মকর্তার সুপারিশ (২) শিক্ষা প্রতিষ্ঠানের প্রসপেকটাস এবং (৩) শিক্ষা প্রতিষ্ঠ |
ব্যুরোর প্রধান কার্যালয়ে প্রস্তাব প্রেরণ |
৩ কার্যদিবসের মধ্যে। |
|
৬. |
পাসপোর্টকরণের অনুমতি। |
জেলা কার্যালয়ের কর্মকর্তা/ কর্মচারী। |
নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র দাখিল করা। |
ব্যুরোর প্রধান কার্যালয়ে প্রস্তাব প্রেরণ। |
৩ কার্যদিবসের মধ্যে। |
|
৭. |
উচ্চতর স্কেল প্রাপ্তির ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহনের অনুমতি। |
জেলা কার্যালয়ের কর্মকর্তা/ কর্মচারী। |
লিখিত আবেদনপত্র দাখিল করতে হবে (প্রয়োজনীয় কাগজপত্রসহ)। |
ব্যুরোর প্রধান কার্যালয়ে প্রস্তাব প্রেরণ। |
৩ কার্যদিবসের মধ্যে। |
|
৮. |
টাইম স্কেলের আবেদন নিষ্পত্তি করা। |
জেলা কার্যালয়ের কর্মকর্তা/ কর্মচারী। |
আবেদনপত্র দাখিল , ৩ বছরের এসিআর এবং সার্ভিস বুক জমা প্রদান। |
ব্যুরোর প্রধান কার্যালয়ে প্রস্তাব প্রেরণ। |
৩ কার্যদিবসের মধ্যে। |
|
৯. |
এলপিআর/লাম্পগ্রান্ট এর আবেদন নিষ্পত্তি। |
জেলা কার্যালয়ের কর্মকর্তা/ কর্মচারী। |
আবেদনপত্র, এস.এসসি মুল সনদ, ছুটির হিসাব ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সুপারিশ। |
ব্যুরোর প্রধান কার্যালয়ে প্রস্তাব প্রেরণ। |
৩ কার্যদিবসের মধ্যে। |
|
১০. |
পেনশন আবেদনপত্র নিষ্পত্তি। |
জেলা কার্যালয়ের কর্মকর্তা/ কর্মচারী। |
(ক) নির্ধারিত ফরমে পেনশন প্রাপ্তির জন্য আবেদনপত্র (৩ কপি)সহ নিম্নোক্ত কাগজপত্র জমা প্রদান করতে হবে, (১) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, (২)চাকুরির পূর্ন বিবরণী, (৩) নিয়োগপত্র, (৪) পদোন্নতিপত্র (৫) উন্নয়ন খাতের চাকুরীর ক্ষেত্রে রাজস্ব বাজেটে স্থানান্তরের সকল আদেশের কপি, (৬) চাকুরির খতিয়ান বহি (প্রযোজ্য ক্ষেত্রে), (৭) পাসপোর্ট আকারের ছয়কপি সত্যায়িত ছবি, (৮) নাগরিক সনদপত্র, (৯) না দাবিপত্র (১০) শেষ বেতনের প্রত্যায়নপত্র (১১) হাতের পাঁচ আঙ্গুলের ছাপ সম্বলিত প্রমানপত্র, (১২) নমুনা স্বাক্ষর, (১৩) ব্যাংক হিসাব নম্বর (১৪) চাকুরি স্থায়ীকরণ সংক্রান্ত আদেশ (১৫) উত্তরাধিকারী/ওয়ারিশ নিবার্চনের সনদ, (১৬) অডিট আপত্তি ও বিভাগীয় মামলা নেই মর্মে লিখিত সনদ এবং (১৭) অবসর প্রস্ত্তুতিজনিত ছুটি (এলপিআর) এর আদেশের কপি। |
ব্যুরোর প্রধান কার্যালয়ে প্রস্তাব প্রেরণ। |
৭ কার্যদিবসের মধ্যে। |
|
|
|
|
(খ) নির্ধারিত ফরমে পারিবারিক পেনশন প্রাপ্তির জন্য আবেদনপত্র (৩ কপি) সহ নিম্নোক্ত কাগজপত্র জমা প্রদান করতে হবে, (১) নির্ধারিত ফরমে পেনশন প্রাপ্তির আবেদন করা (৩কপি), (২) মৃত্যু সংক্রান্ত সনদ, (৩)নিয়োগপত্র, (৪) পদোন্নতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), (৫) শিক্ষাগত সনদ, (৬) উন্নয়ন খাতের চাকরির ক্ষেত্রে রাজস্ব খাতে স্থানান্তরের আদেশের কপি,(৭) চাকুরির খতিয়ানবহি (প্রযোজ্য ক্ষেত্রে) (৮)চাকুরির পূর্ণ বিবরণ, (৯) নাগরিক সনদ, (১০) উত্তরাধিকারী/ওয়ারিশ সনদ, (১১) মৃত্যুর দিন পর্যন্ত শেষ বেতন প্রাপ্তির সনদ, (১২) পাসপোর্ট আকারের ছয়কপি ছবি, (১৩) নমুনা স্বাক্ষর, (১৪) উত্তরাধিকারী/ওয়ারিশগনের ক্ষমতাপত্র, (১৫) বিধবা হলে পুনবিবাহ না করা সংক্রান্ত সনদ, (১৬) না দাবিপত্র, (১৭) শেষ বেতনের প্রত্যায়নপত্র এবং (১৮), ব্যাংক হিসাব নম্বর |
|
|
|
১১. |
জিপিএফ আবেদন নিষ্পত্তি। |
ব্যুরোর জেলা কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী |
নির্ধারিত ফরমে হালনাগাদ Account Slip সহ আবেদন করা। |
ব্যুরোর প্রধান কার্যালয়ে প্রস্তাব প্রেরণ। |
৩ কার্যদিবসের মধ্যে। |
|
১২. |
জিপিএফ থেকে চুড়ান্ত উত্তোলন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি। |
ব্যুরোর জেলা কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী |
নির্ধারিত ফরমে পারিবারিক পেনশন প্রাপ্তির জন্য আবেদনপত্র (৩কপি)সহ নিম্নোক্ত কাগজপত্র জমা প্রদান করতে হবে, (১) ৬৬৩নং অডিট ম্যানুয়্যাল ফরম (অফিস প্রদাণ কৃর্তক প্রতিস্বাক্ষরিত), (২) সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসার কর্তৃক Authority প্রদান সংক্রান্ত সনদ, (৩) এলপিআর মঞ্জুরির আদেশ, (৪) মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে মুত্যু সংক্রান্ত সনদ, (৫) প্রতিনিধি (Nominee) (৬) বিধবা হলে পুনবিবাহ না করার অঙ্গিকার নামা। |
ব্যুরোর প্রধান কার্যালয়ে প্রস্তাব প্রেরণ। |
৩ কার্যদিবসের মধ্যে। |
|
১৩. |
গৃহ নির্মান ঋনমঞ্জুরী। |
ব্যুরোর জেলা কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী। |
আবেদনপত্র দাখিল (এ সংক্রান্ত ফরম পূরণ পূর্বক) |
ব্যুরোর প্রধান কার্যালয়ে প্রস্তাব প্রেরণ। |
১০ কার্যদিবসের মধ্যে। |
|
১৪. |
বকেয়া বিল প্রাপির আবেদন নিষ্পত্তি। |
ব্যুরোর জেলা কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী। |
বকেয়া প্রাপ্তি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা |
ব্যুরোর প্রধান কার্যালয়ে প্রস্তাব প্রেরণ। |
৭ কার্যদিবসের মধ্যে। |
|
১৫. |
নৈমিত্তিক ছুটি ব্যতীত অন্যান্য ছুটি সংক্রান্ত আবেদন নিষ্পত্তি। |
ব্যুরোর জেলা কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী। |
আবেদপত্র দাখিল (Supporting Paper সহ) |
ব্যুরোর প্রধান কার্যালয়ে প্রস্তাব প্রেরণ। |
৭ কার্যদিবসের মধ্যে। |
|
১৬. |
বিদেশ ভ্রমন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি। |
ব্যুরোর জেলা কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী। |
আবেদপত্র দাখিল (Supporting Paper সহ) |
ব্যুরোর প্রধান কার্যালয়ে প্রস্তাব প্রেরণ। |
৭ কার্যদিবসের মধ্যে। |
|
১৭. |
বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম। |
ব্যুরোর জেলা কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী। |
৩১ জানুয়ারীর মধ্যে প্রধান কার্যালয়ের প্রেরণ করা। |
প্রাপ্ত এসিআর সমূহ প্রশাসন শাখায় সংরক্ষণ ও নির্ধারিত সময়ের অনুবেদনকারী কর্মকর্তা ও প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার নিকট উপস্থাপন। |
৩১ মার্চের মধ্যে। |
|
১৮. |
বদলীর আবেদন নিষ্পত্তি। |
ব্যুরোর মাঠ কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী |
আবেদনপত্র দাখিল কার। |
আবেদনপত্র বিবে্চনার যোগ্য হলে বদলীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। বিবেচনার যোগ্য না হলে আবেদনকারীকে বিষয়টি অবহিত করা। |
৭ কার্যদিবসের মধ্যে। |