Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

০১। গত ২৫/১১/২০০৯ হতে ২৪/১১/২০১০ খ্রি: পর্যন্ত ১২ মাস অত্র নারায়ণগঞ্জ জেলার ০৬ টি উপজেলার প্রতিটিতে ৩৪টি করে সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষাঅর্থাৎ ০৯ মাস মেয়াদী ট্রেডভিত্তিক কারিগরি শিক্ষাপ্রদান করা হয়েছে। এক বৎসরে প্রতি কেন্দ্রে ৩০ জন মহিলা ও ৩০জন পুরম্নষ-এই হিসাবে অনুযায়ী মোট ১২৬০০ জন যারা উপানুষ্ঠানিক মৌলিক শিক্ষাগ্রহন করেছেন এবং প্রাথমিক বিদ্যালয় হতে ঝরে পড়েছেন, তারা উক্ত কর্মসূচীতে অমত্মভর্হক্ত হয়েছেন।এভাবে অত্র জেলার ২১০টি অব্যাহত শিক্ষাকেন্দ্রে ০১/০৩/২০১১ হতে ৩০/১১/২০১১ খ্রিঃ তারিখ পর্যন্ত ০৯ মাস মেয়াদী দ্বিতীয় বছরে ১২৬০০ জন নারী পুরুষকে অন্তর্ভুক্ত করে অব্যাহত (কারিগরি) শিক্ষার কোর্স সমাপ্ত হয়েছে। উপরোক্তভাবে কারিগরি শিক্ষাপ্রাপ্তগণের অনেকেই স্ব-উদ্যোগে বা কারো সহযোগিতায় আয়বর্ধক কাজে নিয়োজিত হয়েছেন।

০২। উপরোক্ত কর্মসূচীর জন্য নির্মিত কেন্দ্রঘর,কেন্দ্রের মালামাল/আসবাবপত্র ও প্রশিক্ষাণ উপকরণ ভবিষ্যৎ কর্মসূচীতে ব্যবহার করা যাবে।

০৫। অত্র অফিস কর্তৃপক্ষর নির্দেশিত অন্যান্য দায়িতব পালন করে থাকে।